ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভালুকায় লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ভালুকায় লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকায় তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির কর্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুকলেসুর রহমান উপস্থিত ছিলেন।

তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক বলেন, ভিন্ন স্বাদ ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ‘লাভেলো’ আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে বিদেশ থেকে  আমদানিকৃত উৎকৃষ্ট মানের কাঁচামাল ও ন্যাচারাল ফ্লেভার। লাভেলো’র রয়েছে আন্তর্জাতিকমানের অত্যাধুনিক প্রযুক্তির কারখানা এবং অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ জনশক্তি।

আসন্ন ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬’র ২৩ নম্বর প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে লাভেলো আইসক্রিম বিক্রি শুরু করা হবে, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।