ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিসিটিভি স্থাপনে শাহজালাল ইসলামী ব্যাংক’র আর্থিক সহযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সিসিটিভি স্থাপনে শাহজালাল ইসলামী ব্যাংক’র আর্থিক সহযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর গুলশান, বারিধারা, নিকেতন ও বনানী এলাকায় কার্যকরী নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গঠিত The Law and Order Coordination Committee (LOCC)-কে সিসিটিভি স্থাপনের জন্য ব্যাংকের পক্ষ থেকে ২৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ, ডিএমপি’র সহকারী কমিশনার রফিকুল ইসলামের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।



চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি. মো. তৌহিদুর রহমান, পরিচালক আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, আব্দুল হালিম, ফকির আখতারুজ্জামান, এম. শামসুল হক (প্রতিনিধি- আনোয়ার খান মডার্ন হাসপাতাল লি.), বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেতাউর রহমান এবং  মো. মনজেরুল ইসলাম উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।