ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে সিসিটিভি স্থাপনে ইসলামী ব্যাংকের অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রাজধানীতে সিসিটিভি স্থাপনে ইসলামী ব্যাংকের অনুদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান-বনানী আবাসিক এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ল’ অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল  হক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের কাছ থেকে  এ চেক গ্রহণ করেন।



এ সময় বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া দিলান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএইচএম লতিফ উদ্দিন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।