ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইনসেনটিভে হয়রানি পোহানোর দাবি বিকেএমইএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইনসেনটিভে হয়রানি পোহানোর দাবি বিকেএমইএ’র ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশীয় সুতা ব্যবহারের ওপর যে নগদ সহায়তা প্রদান করা হয় সেই টাকা পেতে হয়রানি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন বিকেএমইএ এর সাবেক প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম।

বিসিআই আয়োজিত সেমিনারে হোটেল সোনারগাঁয় দুপুর সোয়া ১২ টায় এসব কথা বলেন তিনি।



তিনি বলেন, দেশীয় সুতা ব্যবহারের ওপর আমাদের ৪ শতাংশ নগদ সহায়তা প্রদান করা হয়। কিন্তু এই টাকা পেতে আমাদের নানা হয়রানি পোহাতে হয়। এ বিষয়ে আমরা একাধিকবার সরকারকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। অর্থমন্ত্রী  বিষয়টির দিকে নজর দিলে আমরা উপকৃত হবো। আমাদের সহায়তা করলে ৫০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা আয় করতে পারবো।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।