ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শীতার্তদের জন্য অনুদান দিল ইসলামী ব্যাংক

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, ডিসেম্বর ২৬, ২০১৫
শীতার্তদের জন্য অনুদান দিল ইসলামী ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (২৬ ডিসেম্বর) ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের হাতে এ চেক তুলে দেওয়া হয়।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এ অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজিম খান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন ও এএইচএম লতিফ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।