ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টঙ্গীতে আল-আরাফাহ ব্যাংকের ১২৭তম শাখা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টঙ্গীতে আল-আরাফাহ ব্যাংকের ১২৭তম শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুর জেলার টঙ্গীর চেরাগআলী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।



এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. হারুন-অর-রশীদ খান ও আব্দুল মালেক মোল্লা।

ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ, কর্নেল মো. মাহবুবুর রহমান, চেরাগআলী বাজার সমিতির সভাপতি মো. শুক্কুর আলী, ব্যাংকের শেয়ার হোল্ডার মো. আলমগীর ভূঁইয়া এবং টঙ্গী দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলনা মাসুদুল করিম প্রমুখ বক্তব্য দেন।

অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শাখা ব্যবস্থাপক ইমরোজ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।