ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রামে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কুড়িগ্রামে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: স্বপ্ন নির্মাণে আমরা- এই স্লোগানে কুড়িগ্রামে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে মেঘনা সিমেন্ট মিলস্ লিডিটেড ও বসুন্ধরা গ্রুপের আয়োজনে কুড়িগ্রাম নতুন শহরের অভিননন্দন কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।



কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার ৭৫ জন রাজমিস্ত্রি এ সম্মেলনে অংশ নেন।

রাজমিস্ত্রি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিং ব্র্যান্ড সিমেন্টের কুড়িগ্রাম এরিয়া সেলস্ ম্যানেজার মাসুদুর রহমান, টিএসই হামিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাহিরুল ইসলাম, রাজমিস্ত্রি সমিতির সভাপতি সোলেমান আলী, কিং ব্র্যান্ড সিমেন্ট কুড়িগ্রামের পরিবেশক আমিনুল ইসলাম, মেসার্স গফুর ট্রেডার্সের মহবুবুল আলম রিমন ও মেসার্স মাস্টার ট্রেডার্সের আমিনুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট স্লোগান নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্ট একটি ঐতিহ্যর নাম। কিং ব্র্যান্ড সিমেন্ট নামে নয়, গুনেই তার পরিচয়। তাই দীর্ঘ সময় ধরে দেশে এবং দেশের বাইরে এর সুনাম রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।