ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবি গ্লোবাল ব্যাংকের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এনআরবি গ্লোবাল ব্যাংকের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের ২য় বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের ডিরেক্টরস রিপোর্ট ও ফিনান্সিয়াল স্টেটমেন্টের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।



এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, পরিচালক গোলাম মোহাম্মদ আলমগীর, মো. আতাউর রহমান ভুইয়া, মোহাম্মদ শাহজাহান মিয়া, ডা. মোহাম্মদ ফারুক, সারিনা তামান্না হক, মোহাম্মদ মনজুর আলম শেঠ, মোহাম্মদ ইউসুফ, ওসমান গণি, রাশেদ উদ্দিন মাহমুদ, মায়মুনা খানম, মোরশেদুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন, এ এইচ এম মাহমুদ রিবন, মোহাম্মদ ফজলে মোরশেদ, সুব্রত কুমার ভৌমিক, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান, কাজী  মশিউর রহমান জিহাদ ও কোম্পানি উপ-সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।