ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুড়িমারী ও আটিবাজারে ন্যাশনাল ব্যাংকের দু’টি শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বুড়িমারী ও আটিবাজারে ন্যাশনাল ব্যাংকের দু’টি শাখার উদ্বোধন

ঢাকা: লালমনিরহাটের বুড়িমারী ও কেরানীগঞ্জের আটিবাজারে ন্যাশনাল ব্যাংকের নতুন ২টি শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বুড়িমারীতে ন্যাশনাল ব্যাংকের ১৯০তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান ও আটিবাজারে ১৮৯তমশাখার উদ্বোধন করেন ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম।

বুড়িমারীতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর শাখার ম্যানেজার মুরাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল ও ইউএনও মো. নূরকুতুবুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিরামপুর শাখার ম্যানেজার রকিব উদ্দিন, বুড়িমারী শাখার ম্যানেজার মো. ইউসুফ আলী প্রমুখ।

এদিকে, কেরানীগঞ্জের আটিবাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন, আটিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল হালিম, সহ-সভাপতি সুলতান খান, আটি মডেল টাউনের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, চাকতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুল হক মিজান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।