ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের ৫০২ শাখায় এসএমএস ব্যাংকিং

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সোনালী ব্যাংকের ৫০২ শাখায় এসএমএস ব্যাংকিং

ঢাকা: কোর ব্যাংকিংয়ের আওতাভুক্ত ৫০২টি শাখায় এসএমএস ব্যাংকিং সার্ভিস বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।

সোমবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।



এতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত কোর ব্যাংকিংয়ের আওতায় এসএমএস সার্ভিস চালুর বিষয়ে বক্তব্য দেন।

অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন-ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। এসএমএস ব্যাংকিংয়ের সুবিধা ও সোনালী ব্যাংকের অটোমেশনে এসএমএস ব্যাংকিংয়ের তাৎপর্য তুলে ধরেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আবদুর রব।
 
অনুষ্ঠানে এসএসএল-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।