ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকে চাকরির আবেদনে পে-অর্ডার নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ব্যাংকে চাকরির আবেদনে পে-অর্ডার নয়

ঢাকা: এখন থেকে রাষ্ট্রায়ত্তসহ সব ব্যাংকে চাকরির আবেদন করতে কোনো পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে না প্রার্থীদের।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা করেছে।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির আবেদনের সময় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য অনেক ব্যয় ও কষ্টসাধ্য বিষয়। তাই বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।