ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেবীগঞ্জে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
দেবীগঞ্জে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: সদ্যবিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যাংকিং সুবিধার আওতায় আনার লক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৯১তম ভাউলাগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।



ন্যাশনাল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াশিফ আলী খাঁন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার উপ মহাব্যবস্থাপক চিন্ময় কুমার রায়, ন্যাশনাল ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক নাজিমউদ্দীন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভাউলাগঞ্জ বাজারের চারদিকে বসবাসকারী কোটভাজনি, দহলা খাগরাবাড়ি, বালাপাড়া, নাটকটোকা, বেহুলাডাঙ্গা ও বোদা উপজেলার কাজলদিঘি, নাজিরগঞ্জ এলাকার নতুন বাংলাদেশিরাসহ সর্বস্তরের মানুষ এ ব্যাংকিং সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।