ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক জয়নাল আবেদিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক জয়নাল আবেদিন

ঢাকা: জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন মো. জয়নাল আবেদিন মিয়া।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে জয়নাল আবেদিন ব্যাংকটির এইচআরডি’র উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়নাল আবেদিন মিয়া ১৯৮৪ সালে জনতা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় একই বছর উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকটির প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জয়নাল। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বৈলতলা গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।