ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ২ এজেন্ট আউটলেট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ২ এজেন্ট আউটলেট

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে রাজধানীর বাউনিয়া বাজার ও নরসিংদীর বারৈচা বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন দু’টি এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস জালাল আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তুরাগের বাউনিয়া বাজার এবং নরসিংদীর বারৈচা বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট দু’টির উদ্বোধন করা হয়।

ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে আউটলেট দু’টির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের সোনারগাঁও জনপথ রোড শাখার ব্যবস্থাপক মো. মইনুল ইসলাম, ভেলানগর শাখার ব্যবস্থাপক এন এম বোরহান উদ্দিন খান,  ভৈরব শাখার ব্যবস্থাপক মো. রবিউল বাশার প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স’র টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিআর/ওএইচ/আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।