ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এম এ হাসেম।

ব্যবসা সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। সম্মেলন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আহমেদ আরিফ বিল্লাহ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর, অডিট কমিটির চেয়ারম্যান লে. জে. (অব.) এ টি এম জহিরুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম খান, শরিফ জহির, আব্দুল গাফফার চৌধুরী, মো. তানভীর খান, সুলতানা রিজিয়া বেগম এবং  নুরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, এ ই আব্দুল মুহাইমেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম, মোহাম্মদ শওকত জামিল, মো. সোহরাব মুস্তাফা, গোলাম আউলিয়া, মো.
আব্দুল জব্বার চৌধুরী, আরিফ কাদরি এবং ১৫৮টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন সম্মেলনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।