ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ছুটির দিনে ভিড় বাড়ছে

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ছুটির দিনে ভিড় বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে: কর্মস্থলে যাওয়ার তাড়া নেই। সড়কে নেই যানজট।

দিনটিকে তাই মেলায় যাওয়ার দিন হিসেবেই নিয়েছেন রাজধানীবাসী। সকাল ১০টা বাজতেই মেলামুখী মানুষ। তাতেই ভিড় বাড়ছে মেলায়।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালের চিত্রই বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভিড়। সেই ভিড় ক্রেতাসমাগমের বলেই মনে করছেন বিক্রেতারা।

ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পণ্যের পসরা সাজিয়ে নিয়েছেন বিক্রেতারা। সুসজ্জিত মেলায় বসেছে সহস্রাধিক পণ্যের দোকনপাট, শোরুম।

মেলার সঙ্গে রয়েছে বিনোদন, শিশুদের জন্য নাগরদোলায় চড়ার সুযোগও রয়েছে বাণিজ্য মেলায়। আর ছোট-বড় সবার প্রয়োজনীয় পণ্যের কোনো কমতি নেই।

সকালেই মেলায় এসেছেন বনানীর মেহনাজ শারমিন। পেশায় ব্যাংকার মেহনাজের সঙ্গে ছেলে আবির হাসান ও মেয়ে জুঁই।
একটি টেক্সটাইল পণ্যের স্টলের দিকে তাদের গন্তব্য। সেখান থেকে নিজের ও সন্তানদের জন্য পছন্দমতো কেনাকাটা করবেন বলে জানান।

বিকেলে মেলা প্রাঙ্গণ আরো জমে উঠবে এমন প্রত্যাশায় বিক্রেতারা জানান, ভিড় বাড়ার সঙ্গে বিক্রিও বাড়ে। ক্রেতারা পণ্য যতো দেখবেন ততোই কেনার আগ্রহ বাড়বে।

২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ) দেশি-বিদেশি প্যাভিলিয়ন ও স্টলের মধ্যে কসমেটিকস, ব্যাগ, জুতা, জুয়েলারি, কাপড় ও ইলেট্রনিক্স পণ্যের প্যাভিলিয়ন ও স্টলই বেশি।
 
এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২১টি দেশ অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে, মরিশাস, ঘানা, নেপাল, ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান ও আরব আমিরাত।
 
মেলা সচিবালয় তথ্যে, ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০টি প্রিমিয়ার, ১০টি জেনারেল, ৩টি রিজার্ভ ও ৩৮টি বিদেশি প্যাভিলিয়ন।

এছাড়া ৩৬টি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, ১৩টি জেনারেল মিনি প্যাভিলিয়ন, ৬টি রিজার্ভ মিনি প্যাভিলিয়ন, ২৫টি ফুডস্টল ও ৫টি রেস্টুরেন্ট রয়েছে এবারের বাণিজ্যমেলায়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।