ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে হাসান ও. রশিদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে হাসান ও. রশিদ

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন হাসান ও. রশিদ।

গত ১ জানুয়ারি, ২০১৬ তার এ পদোন্নতি কার্যকর হয়েছে।

তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ১০ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

২৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে হাসান ও. রশিদ ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আরব বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

হাসান যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসা প্রশাসনে গ্র্যাজুয়েশন ও গ্র্যাভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ওয়াল স্ট্রিট জার্নাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।