ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন ভবনে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নতুন ভবনে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: সোনালী ব্যাংক লিমিটেডের কিশোরগঞ্জ শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হারুয়া এলাকায় হোয়াইট হাউসে নতুন ভবনের এ শাখার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক।



কিশোরগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মীর আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ময়মনসিংহ শাখার জেনারেল ম্যানেজার মোরশেদ আলম খন্দকার, দীপা তালুকদার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিশোরগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড শাখার অ্যাসিসটেন্ট ম্যানেজার সাইফ উদ্দি সবুজ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।