ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোরে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
যশোরে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে শহরের টাউন হল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।



এ সময় উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।
 
এদিকে, যশোর ট্রাফিক পুলিশ মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা চলছে।

ফলে একই সময়ে পৃথক আয়োজনে হস্ত ও কুটির শিল্প মেলার কারণে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। একযোগে পাশাপাশি দুটি মেলা চলার কারণে স্থায়ী মার্কেট ও দোকান মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে তাদের আশঙ্কা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।