ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বেনাপোলে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতারা।

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে কাস্টমস, বন্দর, বিজিবি ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের এ বৈঠক হয়।



মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় বেনাপোল কাস্টমস হাউস  অডিটরিয়ামে এ বৈঠক হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, বিশ্বব্যাংকের কনসালটেন্ট স্টিফেন মুলার, জুবায়ের মাহমুদ, বেনাপোল কাস্টমসের অতিরক্তি  কমিশনার ফিরোজ উদ্দিন আহমেদ,  যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, বন্দরের ডেপুটি ডাইরেক্টর মনির হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের পোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।

বৈঠবে কাস্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যা, বিএসটিআই অফিস স্থাপন ও বন্দরকে অটোমেশনের আওতায় আনাসহ দ্রুত পণ্য খালাসের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে কাস্টমস কমিশনার এ এফএম আবদুল্লাহ খানকে সভাপতি করে ১৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়।

কমিটি ১৫ দিন পর পর বন্দরের বাণিজ্যিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধান করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।