ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রফতানি বাড়াতে স্টেক হোল্ডারদের অংশীদারিত্ব জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রফতানি বাড়াতে স্টেক হোল্ডারদের অংশীদারিত্ব জরুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রফতানিযোগ্য পণ্য তৈরি ও রফতানি বাড়ানোর জন্য মাল্টি স্টেক হোল্ডারদের অংশীদারিত্ব খুবই জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই অংশীদারিত্ব বাড়লে দেশের রফতানির সমস্যার সমাধানও হবে, উন্মুক্ত হবে রফতানির জানালা।


 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেট সংলগ্ন আ.ক.ম গিয়াস উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত ‘এক্সপ্লোরিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট টু ইন্টারন্যাশনাল মার্কেট’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধে এ তাগিদ দেওয়া হয়।
 
বেসরকারি প্রতিষ্ঠান সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরেরে সহযোগিতায় এ কর্মশালা নুষ্ঠিত হয়।

 কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার সুপার মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন স্পেশালিষ্ট মোহাম্মাদ মজিব‍ুল হক।
 
তিনি বলেন, গত ২০১০ সাল থেকে কৃষি পণ্য বিশেষ করে সবজি ও ফল রফতানির দিকে তাকানো যায়, তাহলে কিন্তু সেখানে তেমন কোনো অগ্রগতি পাওয়া যাবে না। এর মূল কারণ হলো আন্তর্জাতিক বাজারে রফতানির যেসব আইন ও নিয়ম মানতে হয় সেগুলো মানা সম্ভব হচ্ছে না। আর এই সঠিক নিয়ম মানতে হলে সবার অংশীদারিত্ব খুবই প্রয়োজন।
 
মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, রফতানিযোগ্য পণ্য তৈরি থেকে শুরু করে রফতানি পর্যন্ত সরকারি প্রতিটি বিভাগ ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়াতে হবে। তবেই রফতানিতে প্রত্যাশা পূরন হবে।
 
এসময় আন্তর্জাতিক বাজারে রফতানির একটি রোডম্যাপ তুলে ধরা হয়। মাল্টি স্টেক হোল্ডারদের অংশীদারিত্ব বাড়ানোর উপর তথ্য উপস্থাপন করেন প্রবন্ধকার। প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে সমস্যাগুলো বের হয়ে আসবে বলে জানান তিনি।
 
কর্মশালাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইং এর মহাপরিচালক আনোয়ার ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্ল্যান্ট কোয়ারেন্টি উইং এর পরিচালক ছবি হরিদাস, রহিমাআফরোজ সুপারস্টোরস লিমিটেডের চেয়ারম্যান নিয়াজ রহিম, নেদার‌ল্যান্ডস এর ফুড সিকিউরিটি অ্যাডভাইজার আরমান আকবারী খান, সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান।
 
সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা রফতানিযোগ্য পণ্য তৈরিতে সবার অংশগ্রহণকে প্রাধান্য জানান। দেশের সবজি ও ফলের উৎপাদন দিন দিন বাড়ছে তার তথ্য তুলে ধরে রফতানি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
একে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।