ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটিএসপিএবি’র সভাপতি মোল্লা, মহাসচিব লাচ্ছু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সিটিএসপিএবি’র সভাপতি মোল্লা, মহাসচিব লাচ্ছু

ঢাকা: সিসি টিভি অ্যান্ড সিকিউরিটি প্রোডাক্টস বাংলাদেশ’র (সিটিএসপিএবি) এম এ গফফার মোল্লা সভাপতি ও মো. আসাদুজ্জামান লাচ্ছু মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।



সভায় সভাপতিত্ব করেন দেশের প্রথম সিসি টিভি ক্যামেরা ব্যবসায়ী ক্যামেরা মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালিক এম এ গফফার মোল্লা।

সিটিএসপিএবি’র সদস্য মোহাম্মদ সোলায়মান সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে আহ্বায়ক এম এ গফফার মোল্লাকে সভাপতি ও মো. আসাদুজ্জামান লাচ্ছুকে মহাসচিব করার প্রস্তাব করেন। পরে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পরিষদের সদস্যরা তাতে সম্মতি জ্ঞাপন করেন।

এছাড়া, খন্দকার এম এ জামাল হোসেন নির্বাহী সভাপতি এবং এ কে এম রাসেল কবির, মো. আবু তালেব, খন্দকার দাউদ ইকবাল, মোহাম্মদ রাজীব, মো. মিজানুর রহমান, মো. ইয়াসিন আলী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আর নির্বাহী মহাসচিব নির্বাচিত হয়েছেন মীর আহমেদ আলী টুটুল।

নবনির্বাচিত সভাপতি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নেওয়া ও সারাদেশে সিসি টিভি প্রয়োজনীয়তা সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।