ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাকের বাহ্যিক উপকরণের সমাহার কসমো’র প্যাভিলিয়নে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পোশাকের বাহ্যিক উপকরণের সমাহার কসমো’র প্যাভিলিয়নে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পোশাক তৈরিতে হ্যান্ডটেক, প্রিন্টেড লেবেল, কার্টন, থার্মাল প্রিন্ট, প্রিন্টেড গাম টেপ, সুতাসহ বিভিন্ন বাহ্যিক উপকরণের প্রয়োজন হয়। এসবের ব্যবহারেই পোশাক হয়ে ওঠে পরিপূর্ণ।

পোশাকের মূল আকর্ষণও তৈরি হয় এসব বাহ্যিক উপকরণের মাধ্যমে।
 
তবে ভালো মানের প্রতিষ্ঠানের কাছ থেকে এ উপকরণগুলো সংগ্রহ করতে পারলেই পোশাক হয়ে ওঠে শতভাগ পরিপূর্ণ।
 
এক্ষেত্রে আস্থার সঙ্গে পোশাকে কসমো গ্রুপের যাবতীয় বাহ্যিক উপকরণ ব্যবহার করা যেতে পারে। কেননা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান পোশাকের এসব বাহ্যিক উপকরণ সরবরাহ ও বাজারজাত করে ক্রেতাদের কাছ থেকে আস্থা অর্জন করেছে।
 
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি’বি) চলমান ‘গার্মেন্টটেক’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ ও ‘গ্যাপেক্সপো-২০১৬’ শীর্ষক প্রদর্শনীতে কসমো গ্রুপের প্যাভিলিয়নের কর্মীরা জানালেন এসব তথ্য।
 
আইসিসিবি’র চার নম্বর হলে ‘কসমো’র প্যাভিলিয়নটি। শুরু থেকে প্রতিদিনই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে এ প্যাভিলিয়নে।
 
প্যাভিলিয়নটি সাজানো হয়েছে কসমো গ্রুপের বিভিন্ন পণ্য দিয়ে। প্যাভিলিয়নের কর্মীরা দর্শনার্থীদের এসব পণ্য সম্পর্কে তথ্য দিচ্ছেন। সঠিক তথ্য পেয়ে ক্রেতারাও খুশি।

কসমো গ্রুপের পরিচালক মো. শাহরিয়ার বলেন, কসমো গ্রুপের প্রতিটি পণ্য আধুনিক ও উন্নত প্রযুক্তিতে তৈরি। প্রতিটি পণ্য গুণগত ও মানসম্মত। এছাড়া আমরা সবসময়ই নিত্যনতুন পণ্য নিয়ে কাজ করি। তাই আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের প্রতিটি পণ্য ব্যবহার করছেন ক্রেতারা।
 
তিনি জানান, কসমো বিশ্বের বিভিন্ন নামকরা ক্রেতা প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করে থাকে। এগুলোর মধ্যে অন্যতম - ম্যাংগো, অক্সিলেন, জারা, টেসকো, লিডল, প্রাইমার্ক, আলদি। এছাড়াও ছোটবড় বিভিন্ন প্রতিষ্ঠান কসমোর পণ্য ব্যবহার করে।
 
কসমো গ্রুপের পক্ষ থেকে সরাসরি পোশাক শিল্পের বাহ্যিক এ উপকরণগুলো বিদেশেও রপ্তানি করে। এতে খ্যাতিও অর্জন করতে সক্ষম হয়েছে।
 
স্টল সূত্র জানায়, ১৯৯৭ সাল থেকে এ প্রতিষ্ঠানের পথ চলা। আর এই গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন হায়দার।
 
শুরুতেই প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যে আস্থা রাখেন পোশাক শিল্পের ব্যবসায়ী ও ক্রেতারা। যার ফলে দ্রুত প্রতিষ্ঠানের পরিসর বড় আকারে রুপ নেয়। এছাড়াও কসমো গ্রুপ ভোক্তাপণ্য বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম হলো মশার কয়েল, টয়লেট ক্লিনার, চা, টুথপেস্ট, টিস্যু।  

স্টলের পক্ষ থেকে জানানো হয়, কসমো গ্রুপ সম্পূর্ণ কমপ্লায়েন্স প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আইএসও ৯০০১, এফএসসি, অকোটেক্স’র সনদপ্রাপ্ত। ক্রেতা ও সরকারের সব ধরনের নিয়ম মেনে শ্রমিকদের সুযোগ-সুবিধা প্রদান করে।
 
সার্বিক বিষয়ে কসমো গ্রুপের পরিচালক শাহরিয়ার বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেই আমরা পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করি। যার ফলে ক্রেতারা আমাদের পণ্যে সন্তুষ্টি প্রকাশ করেন।
 
চার দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে শনিবার (১৬ জানুয়ারি)।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
একে/জেডএস

** পোশাকের ফিনিশিং ও ওয়াশিংয়ে নাগাইশিংয়ের মেশিনারিজে আস্থা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।