ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দশ প্যাকেজে প্রাণ মশলার আকর্ষণ

হাসিবুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
দশ প্যাকেজে প্রাণ মশলার আকর্ষণ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বাণিজ্যমেলা থেকে: মশলায় দশ ধরনের প্যাকেজ ও দশ শতাংশ ছাড় দিয়ে আকর্ষণীয় বাজিমাত অফার দিচ্ছে প্রাণ গুঁড়া মশলা। এতে প্রাণ মশলার স্টল থেকে খালি হাতে ফিরছে না ক্রেতা-দর্শনার্থীরা।



শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রাণ গুঁড়া মশলার প্রিমিয়ার স্টলে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।

প্রাণ মশলার যুগল, ফ্যামিলি, টিফিন, আপ্যায়ন, উৎসব, বন্ধন প্যাকসহ রয়েছে লিটার ও বিগ লিটার অফার। মাত্র ৫৫ টাকা থেকে শুরু করে ১ হাজার ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের এসব প্যাকেজে ফ্রি পণ্য থেকে শুরু করে ত্রিশ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন বালতি পাওয়া যাচ্ছে।

এছাড়া প্যাকেজহীন একশ’ টাকার ওপরে প্রাণের অন্য সব ধরনের পণ্যে দেওয়া হচ্ছে নগদ দশ শতাংশ ছাড়।

বাণিজ্য মেলার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে সোজা অপর প্রান্তে ৩৮ নম্বর প্রিমিয়ার স্টলটি প্রাণ মশলার। মশলার স্টলে কথা হয় বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ শাহীনের সঙ্গে।

তিনি হাতে আপ্যায়ন ও যুগল প্যাক দেখিয়ে জানান, প্রাণের মশলা এমনিতেই ভালো। বাজারের দামের চেয়ে মেলায় কম দামে পাওয়া যাচ্ছে। আবার গিফটও রয়েছে।

স্টল ইনচার্জ সরদার ইয়াদুদ আহমেদ বাংলানিউজকে বলেন, কাস্টমারের ভালো সাড়া পাচ্ছি, যারা আসছেন তারা কিছু না কিছু কিনছেন। প্রাণের কোয়ালিটি ভালো হওয়ায় ক্রেতারা কোনো সংকোচ ছাড়া এসব পণ্য কিনছেন।

প্রাণ গুঁড়া মশলার স্টলে মশলা ছাড়াও বিভিন্ন ধরনের চকলেট, ঢাউস সাইজ ললি-পপসহ অর্ধশতাধিক পণ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।