ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক রাজমিস্ত্রি অংশ নেন।



শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের কুমারশীল মোড়ে এএফসি চায়নিজ রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে আরো বৃদ্ধির লক্ষে বসুন্ধরা সিমেন্ট এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিকেল সাপোর্ট) প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বসুন্ধরা সিমেন্টের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাহমুদুর রহমান, মেসার্স খলিল এন্টারপ্রাইজের পরিচালক মো. আনেয়ার পারভেজ ওরফে আক্কেল আলী।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে দেশে সবচেয়ে বেশি ৫ দশমিক ০৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করছে বসুন্ধরা। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে জার্মান প্রযুক্তিনির্ভর ভিআরএম। এটি স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়।

সম্মেলনে বলা হয়, পদ্মাসেতু নির্মাণ প্রকল্প, পদ্মাসেতু নদী শাসন প্রকল্প, পদ্মাসেতু অ্যাপ্রোচ রোড, মেগা পাওয়ার প্লান্ট প্রকল্পের মতো বড় বড় স্থাপনার কাজে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।

সম্মেলনে সিমেন্টের গুণাগুণসহ অন্যান্য বিষয়ে কথা বলেন বসুন্ধরা সিমেন্টের এক্সিকিউটিভ (টেকনিকেল সাপোর্ট) প্রকৌশলী মো. শরীফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মনিরুল ইসলাম, প্রজেক্ট সার্ভিস প্রকৌশলী মো. শাওন ইসলাম, টেরিটরি সেলস অফিসার (ব্রাহ্মণবাড়িয়া-১) সুমন কর, টেরিটরি সেলস অফিসার (ব্রাহ্মণবাড়িয়া-২) হোসেন ফাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।