ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

ঢাকা: রাজধানীর একটি হোটেলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে ব্যাংকটির পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



বিগত বছরের এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ণ ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয় সম্মেলনে । পাশাপাশি চলতি বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কলা-কৌশল নির্ধারণ এবং দিক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী ২৪টি শাখা প্রধানকে ক্রেস্ট এবং ৩১টি শাখা প্রধানকে প্রশংসাপত্র দিয়ে তাদের কর্মের স্বীকৃতি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব একে. আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সব সময় তার গ্রাহকদের নিরলস সেবা দিয়ে আসছে। ব্যাংকিং খাতে অনিয়ম এবং খেলাপি ঋণকে অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধক উল্লেখ করে তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা এবং সতর্কতার সঙ্গে বিনিয়োগ করার জন্য ব্যবস্থাপকদের পরামর্শ দেন। তাছাড়া তিনি বক্তব্যে ২০১৫ সালের সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মূল্যায়ন করেন এবং ২০১৬ সালের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণে শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছসহ পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার সাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, এম. শামসুল হক, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন, বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সেতাউর রহমান, মো. মনজেরুল ইসলাম, মো. শাহ্জাহান সিরাজ,এম আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা, বিভিন্ন ডিভিশনের প্রধানরা এবং ৯৩ টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

শনিবার (১৬ জানুয়ারি) ব্যাংকের ভিপি অ্যান্ড হেড অব পিআরডি মো. সামছুদ্দোহার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে  এসব কথা জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।