ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘মুক্তিযোদ্ধারা সম্মানী বন্ধক রেখে ঋণ পাবেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
‘মুক্তিযোদ্ধারা সম্মানী বন্ধক রেখে ঋণ পাবেন’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: মুক্তিযোদ্ধারা সম্মানী বন্ধক রেখে আবাসনের জন্য সহজ শর্তে ঋণ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
 
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


 
মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর অধিনায়ক এ এস এম সামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর ও ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
গভর্নর বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। আজকে দেখা যাচ্ছে অনেক মুক্তিযোদ্ধার বাসস্থানের জায়গা নেই। এখনো অনেক মুক্তিযোদ্ধা অন্যের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করেন। মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে সবাইকে এগিয়ে আসা উচিত। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে।
 
আগামীতে সব ব্যাংকের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হবে, যাতে মুক্তিযোদ্ধারা যে সম্মানী পান তা বন্ধক রেখে যেন সহজ শর্তে ঋণ পেতে পারেন। তা দিয়ে যেন তিনি ছোট্ট একটি আবাসন গড়ে তুলতে পারেন।
 
নির্বাচন নিয়ে তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী। সে দিক থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়। নির্বাচন কমিশন শক্তিশালী করলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হবে।
 
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অপরিচ্ছন্ন ও বিভ্রান্তিকর। এর জন্য দায়ী অপরাজনীতি। যারাই ক্ষমতায় এসেছেন তারা ইতিহাস নিয়ে ছক্কা পাঞ্জা খেলেছেন। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চায় গবেষক সামছুল আরেফিনের বই সহায়তা করবে।
 
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলা একাডেমির মহাপরিচালক সামসুজ্জামান খান, কথা সাহিত্যিক সেলিনা রহমান, সাংবাদিক আবেদ খান, আব্দুল ওয়াদুদ দারা এমপি, পঙ্কজ নাথ এমপি, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।