ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বেঙ্গল লেটেস্ট ম্যাট্রেসে ২৫ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বেঙ্গল লেটেস্ট ম্যাট্রেসে ২৫ শতাংশ ছাড় ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেঙ্গলের লেটেস্ট ম্যাট্রেসে রয়েছে ২৫ শতাংশ মূল্য ছাড়। কোম্পানির অন্যান্য পণ্যেও ছাড় দেওয়া হচ্ছে।


 
মেলার ২৫ নম্বর মিনি প্যাভিলিয়নে অ্যাডেসিভ ও কেমিক্যাল জাতীয় পণ্যের স্টল নিয়ে বসেছে বেঙ্গল গ্রুপের এ প্রতিষ্ঠানটি।
 
স্টলের দায়িত্বে থাকা কোম্পানির ব্র্যান্ড প্রমোট অফিসার এ কে এম ফয়জুল্লাহ বাংলানিউজকে বলেন, বেঙ্গলের ‘লেটেস্ট ম্যাট্রেস’ পণ্যটি একেবারে নতুন। গুণগত মানের এ ম্যাট্রেস বেশি টেকসই। বাণিজ্য মেলা থেকেই এ পণ্যটির যাত্রা শুরু হয়েছে।
 
নতুন পণ্য হিসেবে ‘লেটেস্ট ম্যাস্ট্রেস’ সম্পর্কে মানুষকে পরিচিত করার উদ্দেশ্যে এ পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ মূল্য ছাড়া দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
 
এছাড়া বেঙ্গলের ফোম, কমপোটার, হেড পিলো, সাইট পিলো, বেড সিট, ফ্লোর কুশন, হার্ড কুশন, ফোম কুশনসহ অন্যান্য পণ্যে ২০ শতাংশ মূল্য ছাড় রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
 
তবে মেলায় বেঙ্গলের কেমিক্যাল জাতীয় পণ্যের উপর কোনো মূল্য ছাড় রাখা হয়নি বলে জানান ফয়জুল্লাহ।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।