ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় অলিম্পিকের বিস্কুটে ২০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জানুয়ারি ১৮, ২০১৬
বাণিজ্যমেলায় অলিম্পিকের বিস্কুটে ২০ শতাংশ ছাড় ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে উৎপাদিত হচ্ছে নানা স্বাদের বিস্কুট ও কোকারিজ পণ্য। আকর্ষণীয় মোড়কের এসব পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও ধীরে ধীরে সমাদৃত হচ্ছে।


 
ঢাকা আন্তার্জাতিক বাণিজ্য মেলায় সোমবার (১৮জানুয়ারি) গিয়ে দেখা গেল বিশাল প্যাভিলিয়ন নিয়ে বসেছে অলিম্পিক ইন্ড্রাট্রিজ লিমিটেড। কোম্পানিটি তাদের তৈরি বিস্কুট ও কোকারিজের ওপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে।
 
কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ সগির মাহমুদ বাংলানিউজকে জানান, বাণিজ্যমেলায় তারা মূলত প্রমোশনের জন্য প্যাভিলিয়ন সাজিয়েছেন। মেলায় খুচরা পণ্যও বিক্রি করছে অলিম্পিক।
 
মূলত তিনটি প্যাকেজ দিচ্ছে ক্রেতাদের কোম্পানিটি। এগুলো হলো, ফ্যামিলি প্যাকেজ, ইকোনমি ও স্ট্যান্ডার্ড।
 
সগির মাহমুদ বলেন, ফ্যামিলি প্যাকেজে ১২ প্রকারের বিস্কুট ৪০০ টাকায়, ইকোনমি প্যাকেজে ৯ প্রকারের বিস্কুট ১০০ টাকায় এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে ১০ প্রকারের বিস্কুট ২০০ টাকায় বিক্রি করছেন।
 
এদিকে তারা কিভাবে প্রোডাক্টশন করেন, তা দেখানোর ব্যবস্থাও রেখেছেন মেলায়। সরেজমিন দেখা গেল, প্যাভিলিয়নের এক কোণায় বিশাল আকারের মেশিনের একদিকে উপকরণ দেওয়া হচ্ছে, অন্যদিকে গরম গরম কোকারিজ বের হয়ে আসছে। ক্রেতারাও বিষয়টি ভালোই উপভোগ করছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ইইউডি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।