ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেধাবী ১৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
মেধাবী ১৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ইসলামী ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরে সুবিধাবঞ্চিত মেধাবী এক হাজার ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে মেধাবী এক হাজার ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক। সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিছু শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডিরেক্টর হুমায়ুন বখতিয়ার এসিপিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, আব্দুস সাদেক ভূঁইয়া প্রমুখ।

আনুষ্ঠানে গওহর রিজভী বলেন, ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। মেয়েদের বৃত্তি দেওয়ার মাধ্যমে এ ব্যাংক নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।

দেশের টেকসই উন্নয়নে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষা বিস্তারে আর্থিক প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।
 
সভাপতির ভাষণে মুস্তাফা আনোয়ার বলেন, এদেশে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাই ছিল একটি সামাজিক উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ নিশ্চিত করা ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।