ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বছরব্যাপী মেলায় মাতবে বসুন্ধরা সিটি

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বছরব্যাপী মেলায় মাতবে বসুন্ধরা সিটি

ঢাকা: রাজধানী ঢাকায় দিনে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটে বসুন্ধরা সিটিতে। সেই লোক সমাগম ঘিরে বছরব্যাপী মেলা আয়োজন করবে অ্যাডভারটাইজিং এজেন্সি ‘থার্ড আই সল্যুশন’।

নানা মেলা ঘিরে ব্যস্ত থাকবে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম মার্কেট বসুন্ধরা সিটির লেভেল ১ এ ১০০০ বর্গফুট।

বছরব্যাপী বিভিন্ন মেলা আয়োজনের মূল আয়োজক থার্ড আই সল্যুইশনের ডিরেক্টর (প্ল্যানিং) নাসের মহসিন বাংলানিউজকে জানান,  এক সঙ্গে ১৩টি স্টল বা কোম্পানিকে নিয়ে তারা প্রতিটি মেলা আয়োজন করবেন।

আগামী ০৩ ফ্রেব্রুয়ারি ‘ওয়েডিং ফেস্ট’ দিয়ে শুরু হচ্ছে বছরব্যাপী মেলা আয়োজন।

০৩ থেকে ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘ওয়েডিং ফেস্ট’। এ মেলায় বর-কনের সাজ, গয়না, বিয়ের ফটোগ্রাফি/সিনেমাটোগ্রাফি, প্রসাধনী, ব্র্যান্ডেড ওয়াচ, ক্যাটারিং এবং একটি বিয়ের আয়োজনের সবকিছুই নিয়েই স্টল থাকবে।

নাসের মহসিন আরো জানান, বসুন্ধরা সিটির সঙ্গে তার প্রতিষ্ঠান প্রায় ৪ থেকে ৫ বছর ধরে কাজ করছে। মার্কেটের ভেতরের ব্র্যান্ডিং এর কাজ করে থাকেন তারা। সেই থেকে দেশে প্রথমবারের মতো এক ছাদের নিচে বছরব্যাপী বিভিন্ন মেলা আয়োজনের একটি ভাবনা তাদের মধ্যে ছিলো।

আর এজন্য বসুন্ধরাই সবচেয়ে উপযোগী বলে মনে করেন তিনি।

তিনি বলেন, দিনে লাখ দেড় লাখ লোক সমাগম ঢাকার আর কোনো মার্কেটে ঘটে না। এই বিপুল সমাগম তাদের মেলা জমিয়ে তুলতে বেশ সহযোগিতা করবে। পাশাপাশি তাদের প্রচার-প্রচারণা লোক সমাগম আরও বাড়িয়ে দেবে। যার সুবিধা পাবেন মেলায় অংশ নেওয়া স্টল মালিকরা। পণ্যের সর্বাধিক বিক্রি ও প্রচারে অনেকেই এখানে স্টল বরাদ্দ নিতে আগ্রহী হবেন বলেও মনে করেন নাসের।

নাসের বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি মেলা আয়োজন করলে দেখা যায়, দিনে ১০ হাজার বা তার কিছু বেশি লোকের আগমন ঘটে। আর ওই সব স্থানে যেতেও অনেক সময় লাগে। এছাড়া যানজটসহ আবহাওয়াজনিত কারণে নানা বাধা লেগেই থাকে।

‘এক্ষত্রে রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি হবে নগরবাসীর জন্য কোনো মেলায় অংশ নেওয়ার যথার্থ স্থান’- বলেন তিনি।
‘পাশাপাশি সুন্দর পরিবেশ এবং নিরাপত্তার বিষয়টিও আছে এখানে’ – যোগ করেন নাসের মহসিন।

বছরজুড়ে তারা ৩০টি মেলা আয়োজন করবেন । যার মধ্যে রয়েছে মোবাইল ফেয়ার, বিউটি ফেয়ার, ফুড কার্নিভাল, এডুকেশন ফেয়ার, লিজিং কোম্পানি
ফেয়ার, রিয়েল এস্টেট ফেয়ার, হোম ফেস্ট, গ্রিন ওয়ার্ল্ড ফেয়ার, ক্ষুদ্র শিল্পমেলা, স্বাস্থ্যমেলা, গ্রীষ্ম ও শীতকালীন মেলা, বইমেলা ইত্যাদি।

এডভারটাইজিং এজেন্সি ‘থার্ড আই সল্যুশন’- এর বছরব্যাপী এ আয়োজনের সঙ্গী থাকবে দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। মিডিয়া পার্টনার হিসেবে আরও আছে পিপলস রেডিও ৯১.৬ এফএম। মেলা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা facebook.com/Fair-Fest-201617 ফেইসবুকের এ পেইজ ঘুরে আসতে পারেন। এখানে নিয়মিত মেলার তথ্য উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।