ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আর নেই সামসুল হক

নওগাঁ: নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এফবিসিসিআই'র সাবেক পরিচালক সামসুল হক (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান।



এরআগে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে সামসুল হককে ঢাকার ল্যাব এইড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্ট থাকার পর দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হকের স্বামী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন সামসুল হকের মহুমের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে মহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।