ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলা

ফার্নিচারে মূল্য ছাড়, কেনাবেচায় সন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ফার্নিচারে মূল্য ছাড়, কেনাবেচায় সন্তোষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরেক রকমের ডিজাইন নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কাড়ছে ফার্নিচারের স্টল। মেলা উপলক্ষে ফার্নিচার ছাড়াও আনুসঙ্গিক বিভিন্ন পণ্যে ছাড় দিয়েছে বিক্রেতারা।

তারা বলছেন, মেলার শেষ দিকে ফার্নিচারের কেনাবেচা সন্তোষজনক।

বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নের পাশে বসেছে নাভানা, নাদিয়া, হাতিল, আকতার. পারটেক্স, লিগ্যাসি ফার্নিচারের বড় বড় সব স্টল। এসব স্টলে স্থান পেয়েছে খাট, সোফা সেট, আলমিরা, ড্রেসিং ও ডাইনিং টেবিল এবং ছোটখাট নানান শো-পিস।

গৃহস্থলী পণ্যে ১৫ শতাংশ এবং অফিস ডেকোরেশনের পণ্যে ১০ শতাংশ মূল্য ছাড় দিয়ে ৪০ শতাংশ নতুন পণ্য নিয়ে এসেছে আকতার ফার্নিচার।

আকতার ফার্নিচারের মার্কেটিং জাহিদুল ইসলাম বলেন, প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থীরা দেখে গেছেন, এখন বিভিন্ন পণ্যের বুকিং দিয়ে যাচ্ছেন।

সলিড কাঠ দিয়ে তৈরি আকতার ফার্নিচার দীর্ঘস্থায়ী হয় জানিয়ে প্রতিষ্ঠানের এ কর্মকর্তা বলেন, জার্মানির এক্সেসরিজ ব্যবহারে এসব পণ্য গুণে-মানে সেরা।

আকতার ফার্নিচারের স্টলে রাজধানীর উত্তরা থেকে ছেলেকে নিয়ে এসেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, মেলায় কিছু ছাড় পাওয়া যায়, নতুন নতুন ডিজাইন দেখে কেনার সুযোগটাও আসে।

বাণিজ্য মেলা উপলক্ষে অফিস ডেকোরেশনের পণ্যে ১০ শতাংশ, গৃহস্থলী পণ্যে ২৫ শতাংশ এবং কিচেন সামগ্রীতে ২০ শতাংশ ছাড় দিচ্ছে নাদিয়া ফার্নিচার।

নাদিয়া ফার্নিচারের সিনিয়র এক্সিকিউটভ সুমন পারভেজ বলেন, মেলায় কেনাবেচায় তারা সন্তুষ্ট। নতুন নতুন পণ্য নিয়ে প্রতিষ্ঠানকে আরও পরিচিত করাই উদ্দেশ্য।

নাভানা ফার্নিচারের পণ্যে চলছে ১৫ শতাংশ ছাড়। প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী আলাল বলেন, মেলায় কেনাবেচায় তারা সন্তুষ্ট। ছুটির দিনগুলোতে পেশাজীবীরা পণ্য দেখে কিনছেন।

মূল্য ছাড়ের পাশাপাশি নিত্য নতুন ডিজাইন দর্শনার্থীদের চাহিদা মিটিয়ে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে, জানান আলাল।

বাণিজ্য মেলায় বিক্রির পাশাপাশি পণ্যগুলোকে পরিচিত করাটাও একটা সুযোগ বলে মনে করেন বিক্রেতারা।

অন্যদিকে ৮০ শতাংশ নতুন ফার্নিচার নিয়ে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে পারটেক্স। প্রতিষ্ঠানের কর্মকর্তা তারিক বলেন, উন্নত প্রযুক্তিতে তৈরি পণ্যগুলো ক্রেতার আস্থার জায়গায় অবিচল। কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কাঠের আর্দ্রতা ঠিক রাখায় ঋতু পরিবর্তন হলেও কোনো সমস্যা হয় না।

অন্যান্য ফার্নিচারের স্টলগুলোতেও ক্রেতাদের উপস্থিতি এবং বেচাকেনা বেশ ভালো, জানালেন সংশ্লিষ্টরা। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরের পর মেলায় ভিড় আরও বেড়ে যায়।

হাতিল ফার্নিচারের এক বিক্রয় কর্মী বলেন, মোটাদাগে বিক্রির জন্য সাপ্তাহিক ছুটির দিনটিই সেরা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।