ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাধ্যের মধ্যে নাদিয়ার ‘মুন বেড সেট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
সাধ্যের মধ্যে নাদিয়ার ‘মুন বেড সেট’ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে বেড, আলমিরা ও ড্রেসিং টেবিল নিয়ে এসেছে নাদিয়া ফার্নিচার। ‘মুন বেড সেট’ নাম দিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে এই হোম ডেকোরেশন।



এছাড়াও মূল্য ছাড়ে নানা পণ্য বিক্রি করছে নাদিয়া ফার্নিচার। নাদিয়ার অফিস, গৃহস্থলী এবং কিচেনের বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে।

মুন বেড সেটের মূল্য ধরা হয়েছে ৬২ হাজার ৬২৫ টাকা। এই সেটে রয়েছে ওক কাঠের তৈরি একটি বেড (৬৩ ও ৮৪ ইঞ্চি) , আলমিরা ও ড্রেসিং টেবিল। কেউ চাইলে আলাদাভাবেও শুধু বেড কিনতে পারবেন, এ জন্য খরচ পড়বে ২১ হাজার ৩৭৫ টাকা। ৩০ হাজার টাকায় আলমিরা ও ১৩ হাজার টাকা ড্রেসিং টেবিল কেনার সুযোগ দিয়েছে নাদিরা।

নাদিয়া ফার্নিচারের সিনিয়র এক্সিকিউটভ সুমন পারভেজ বলেন, এবার মেলার প্রধান আকর্ষণ মুন বেড সেট। ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

৭০ শতাংশ নতুন পণ্য নিয়ে অফিস ডেকোরেশনে ৮-১০ শতাংশ, গৃহস্থলী পণ্যে ১০-২৫ শতাংশ এবং কিচেনের জন্য ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাওয়া যাচ্ছে।

নাদিয়ার সোফা সেট ক্রেতাদের পছন্দের আরেকটি পণ্য। সাশ্রয়ী মূল্যে ১৫ থেকে ২৫ হাজারের মধ্যে পছন্দের সোফাসেট পাওয়া যাবে।

মেলায় কেনাবেচায় সন্তোষ প্রকাশ করে সুমন পারভেজ বলেন, নতুন নতুন পণ্য নিয়ে প্রতিষ্ঠানকে আরও পরিচিত করাই উদ্দেশ্য। গ্রাহকের আস্থা ধরে রাখার পাশাপাশি তারা পণ্য নিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।