ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সারিয়াকান্দিতে ন্যাশনাল ব্যাংকের কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
সারিয়াকান্দিতে ন্যাশনাল ব্যাংকের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে দুইশ কম্বল বিতরণ করা হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের বগুড়া শাখার সহযোগিতায় ও গ্রাম গ্রাম সংস্থার আয়োজন শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পারে এসব কম্বল বিতরণ করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের  বগুড়ার শাখার ম্যানেজার মো. জালাল উদ্দিন, সহকারী ব্যস্থাপক কে এম মাসুদ হাসান, প্রিন্সিপাল অফিসার কিশোর কুমার সরকার, গ্রাম সংস্থার নির্বাহী পরিচালক নাজির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।