ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেতা-দর্শনার্থীতে মুখরিত ‘বারভিডা কার এক্সপো-২০১৬’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ক্রেতা-দর্শনার্থীতে মুখরিত ‘বারভিডা কার এক্সপো-২০১৬’ ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব বয়সী ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া রিকন্ডিশন গাড়ির মেলা ‘বারভিডা কার এক্সপো-২০১৬’।

ছুটির দিনে দর্শনার্থীদের স্রোতে মেলায় তিল ধারণের ঠাঁই নেই।

তাই ক্রেতাদের মুখেও দেখা গেল সন্তুষ্টির ছাপ। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে এক্সপোতে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

ক্রেতাদের সর্বাধুনিক প্রযুক্তির জাপানি রিকন্ডিশন গাড়ি সম্পর্কে জানাতে ও সুলভ মূল্যে তা তাদের হাতে পৌঁছে দিতে শুক্রবার (২২জানুয়ারি) শুরু হয় তিনদিনের এই ‘বারভিডা কার এক্সপো-২০১৬’। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

মেলায় অংশ নেয়া গ্লোবাল ইম্পোরিয়াম লিমিটেডের মালিক জোবায়ের মোর্শেদ বলেন, কার এক্সপোতে ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম সন্তোষজনক। বিক্রিও হচ্ছে ভালো।

এক্সপোতে ১২টি মডেলের গাড়ি প্রদর্শন করেছে গ্লোবাল। সবচেয়ে কম দাম ১০ লাখ টাকায় পাওয়া যাচ্ছে প্রোবক্স (২০১০) মডেলের গাড়ি। আর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ১ কোটি ২২ লাখ টাকায় টয়োটা।

প্রতিষ্ঠানের জন্য গাড়ি কিনতে এসেছেন স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক মো.আবুল কাশেম। তিনি বলেন, গাড়ি দেখছি। অনেক ভালো মানের গাড়ি তুলনামূলক কমদামে পাওয়া যাচ্ছে। দেখে শুনে একটা নিয়ে যাবো। চট্টগ্রাম থেকে গাড়ি দেখতে আসা ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, বাজারের চেয়ে এখানে দাম কম হলে আজই একটি গাড়ি নিয়ে যাবেন। অনেক মডেলের মধ্য থেকে একটি পছন্দ করা সহজ বলেও জানান তিনি।

কেআরএস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়েব ইবনে করিম চৌধুরী বলেন, শুক্রবারের তুলনায় শনিবার এক্সপোতে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা অনেক বেশি। বিক্রিও ভালো। মেলায় দুই দিনে ৬টি গাড়ি বিক্রি করেছেন তিনি। প্রদর্শনীতে আনা মোট ১২টি মডেলের গাড়ির মধ্যে ৪টি মডেলের ৬টি গাড়ি বিক্রি হয়েছে বলে জানান করিম।

প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)  ৬০ হাজার বর্গফুট আয়তনের দু’টি মিলনায়তন ক্রেতা-দর্শনাথীদের উপচে পড়া ভিড়। কেউ গাড়ি দেখছেন ভিতরে বসে। আবার কেউ বাইরে দাঁড়িয়ে। ‍ আর ক্রেতা-দর্শনাথীদের বিনোদন দিতে চলছে নানা রকম সঙ্গীত পরিবেশন।

গাড়ির সর্ববৃহৎ এ এক্সপোর মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম। মেলায় রয়েছে ৪০টি স্টল। গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ছাড়াও মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্যাংক,বিমা,টায়ার, লিজিং কোম্পানি, ব্যাটারি, লুব্রিকেন্ট, সিএনজি কনভারশন, গাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এবং গাড়ির মডিফিকেশন কোম্পানি।

প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

প্রদর্শনী থেকে দর্শনার্থীদের গাড়ি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ সম্পর্কেও জানানো হচ্ছে। এছাড়া মূল্য ছাড়ে গাড়ি কেনা ও বুকিংও নেওয়া হচ্ছে।  

সংশ্লিষ্টরা জানান, মেলায় সুলভ মূল্যে গাড়ি কেনা থেকে শুরু করে ব্যাংক ঋণ, ইন্স্যুরেন্স, সার্ভিসিংসহ ওয়ান স্টপ সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ টাকা ফি দিয়ে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন ক্রেতা-দর্শনার্থীরা।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) তৃতীয়বারের মতো এই এক্সপো‘র আয়োজন করেছে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসই/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।