ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিপর্যয়ের মুখে হোটেল, রেস্তোরাঁ শিল্প

বাণিজ্য লিস্টে যাবে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিপর্যয়ের মুখে হোটেল, রেস্তোরাঁ শিল্প রাশেদ খান মেনন / ফাইল ফটো

ঢাকা: উচ্ছেদ অভিযানের নামে সম্প্রতি হোটেল ও রেস্তোরাঁ শিল্পকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশন অব হোটেল, গেস্ট হাউজ এন্ড রেস্টুরেন্ট ওনার্স এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাহমুদ।

শনিবার (জানুয়ারি ২২) বিকাল চারটায় রাজধানীর সিক্স সিজন হোটেলে ফেডারেশন অব হোটেল, গেস্ট হাউজ এন্ড রেস্টুরেন্ট ওনার্স এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।



তিনি বলেন, দেশের প্রায় এক লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে এই হোটেল এন্ড রেস্টুরেন্ট শিল্পে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ পরিবারের জীবন জীবিকা নির্ভর করে এই শিল্পে। বছরে ৪০০ কোটি  টাকা  ভ্যাট প্রদানের মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। অথচ রাজউক উচ্ছেদ অভিযানের নামে এ শিল্পকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এখনই যদি বিপর্যস্ত অবস্থা থেকে এই শিল্পের উত্তরণের ব্যবস্থা না করা হয় তাহলে এটি ধ্বংসের মুখে পতিত হবে।

উচ্ছেদ কার্য বাস্তবায়ন করা হলেও হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের যাতে কিছুটা সময় দেয়া হয় সে বিষয়ে পূর্তমন্ত্রীর কাছে সুপারিশ করবেন বলে এ সময় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, আবাসিক এলাকা থেকে হোটেল ও রেস্টুরেন্ট সরানোর সিদ্ধান্ত খোদ প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি এটা করেছেন শহরের উন্নয়নের জন্যই। কিন্তু উচ্ছেদের বিষয়ে হোটেল মালিকরা যেন কিছুটা সময় পায় সে বিষয়ে আমি পূর্তমন্ত্রীর সাথে ইতোমধ্যে কথা বলেছি। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি
পুনরায় সুপারিশ করব।

এছাড়াও চলতি বছর দেশে ১০ লক্ষ পর্যটক আসবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফেডারেশন অব হোটেল, গেস্ট হাউজ এন্ড রেস্টুরেন্ট ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।