ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মংলায় বসুন্ধরা গ্যাসের পণ্য পরিচিতি প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
মংলায় বসুন্ধরা গ্যাসের পণ্য পরিচিতি প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ‘জানবে যে জিতবে সে’ স্লোগানে বাগেরহাটের মংলায় বসুন্ধরা এলপি গ্যাসের পণ্য পরিচিতি প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই পণ্য পরিচিত প্রশিক্ষণ চলবে রোববার পর্যন্ত।



অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন, বসুন্ধরা এলপি গ্যাস ও সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে লিমিটেডের বিভাগীয় প্রধান (অপারেশন অ্যান্ড প্লানিং) মো. জাহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (উৎপাদন ও প্রকৌশলী বিভাগ) এ কে এম শামসুদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উৎপাদন ও প্রকৌশলী বিভাগ) আবু মো. রোকনুজ্জামান ও সহকারী প্রকৌশলী (অপারেশন অ্যান্ড প্লানিং) সাইদ ইমাম।

প্রশিক্ষণে এলপি গ্যাসের বৈশিষ্ট্য, উৎপত্তি, উৎপাদন প্রণালী, প্রযুক্তিগত সমাধান, নিরাপদ ব্যবহার বিষয়ে আলোচনা ও এ শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মার্কেটিং ডিভিশনের বিভাগীয় প্রধান এম এম জসীম উদ্দিন।

প্রশিক্ষণকালে খুলনা বিভাগের ডিএসএম হাবিবুর রহমান বলেন, এই প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে পণ্য সম্পর্কিত সঠিক তথ্য পৌঁছে দিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের বিভাগীয় প্রধান (সাপ্লাই চেইন ডিভিশন) আব্দুস শুকুর, জিএম (মানবসম্পদ বিভাগ) আতিকুজ্জামান খান, জিএম (একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মাহাবুব আলম, জিএম (সেলস, বসুন্ধরা এলপি গ্যাস) মীর তরিকুল ইসলাম ফারুক রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।