ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএমবিএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সায়েদুর রহমান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জানুয়ারি ২৪, ২০১৬
বিএমবিএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সায়েদুর রহমান মো. সায়েদুর রহমান

ঢাকা: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালক মো. সায়েদুর রহমান।

রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিএমবিএ’র বার্ষিক নির্বাচনে ২০১৬-১৭ মেয়াদে সায়েদুর রহমানসহ ১১ সদস্যের নতুন কার্যনিবাহী কমিটি নির্বাচিত করা হয়।

সায়েদুর রহমান ১৯৮৮ সালে একটি বীমা কোম্পানিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ইস্টার্ন ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রধান হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।