ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

এলইডি যুগের ভিড় সনি-র‌্যাংগস স্টলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এলইডি যুগের ভিড় সনি-র‌্যাংগস স্টলে ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্মার্ট, সেমি স্মার্ট বা নরমাল- অবস্থা যাই হোক না কেন, টিভিটা হতে হবে এলইডি। তাই বাণিজ্যমেলার ভিড়ের একটি অংশ অবধারিতভাবে সনি-র‌্যাংগস স্টলে।



ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় র‌্যাংগস স্টলের বিক্রেতারা জানান, ১৪ হাজার ৫০০ টাকা থেকে শুরু র‌্যাংগস এলইডি টিভির দাম। যতো ভালো কোয়ালিটি চাইবেন, টাকার অংকটাও ততোই বাড়বে।

সনির লেটেস্ট ফোর-কে পাওয়া যাচ্ছে এখানে। ক্রেতাদের আগ্রহও এদিকে। কেনার সামর্থ্য থাকতেই হবে- তা নয়, দেখে রাখছেন অনেকে ভবিষ্যতে সুলভে পাওয়ার আশায়।

সেলস এক্সিকিউটিভ প্রিন্স ও বেনেডিক্ট বাংলানিউজকে বলেন, বিশ্বের সবচে স্লিম ও স্মার্ট টিভি এগুলো। গ্লাসের মতো পাতলা।

৬৫ ইঞ্চির ফোর-কে স্লিম টিভির দাম এমনিতে ৫ লাখ ৯৮ হাজার ৯শ’ টাকা। তবে মেলায় ৫ লাখ ৮৯ হাজার ৯শ’ টাকায় বিক্রি করা হচ্ছে।   দু’দিন আগে এ টিভি বিক্রি করেছেন বলেও জানান বিক্রেতারা।

ফোর-কে ৭৫ ইঞ্চি  স্লিম টিভির মেলায় দাম ৭ লাখ ২৫ হাজার ৯শ’ টাকা। বাইরে আরেকটু বেশি দাম- ৭ লাখ ৪৯ হাজার ৯শ’ টাকা। এটিও বিক্রেতারা বিক্রি করতে পেরেছেন মেলায়।

বেনেডিক্ট বলেন, এগুলো ফুল স্মার্ট, আগের স্মার্ট টিভির চেয়ে চারগুণ বেশি রেজ্যুলেশন। অ্যান্ডয়েডের লেটেস্ট ভার্সন, থ্রি-ডি ডবল কোয়ালিটি।

প্রিন্স বলেন, এলইডি যুগে প্রবেশ করেছে বাংলাদেশও। তাই প্রতিদিন আমাদের ক্রেতা বাড়ছে। কোয়ালিটি দেখে বাজেট বাড়িয়ে অপেক্ষাকৃত দামি টিভিটাই নিচ্ছেন তারা। পারিবারিক বিনোদনের এ অনুষঙ্গ কিনতে কার্পণ্য করছেন না অনেকেই।

‘শিশু থেকে বয়ো:বৃদ্ধ, সবারই টিভিকেন্দ্রিক কিছুটা সময় কাটে। এলইডি টিভি তাই পরিবারের সদস্যদের চাহিদায় পরিণত হয়েছে’- বলেন তিনি।

প্রিন্স বলেন, মধ্যবিত্তের জন্য সর্বনিম্ন দামের এলইডি টিভিটিও আমরা অনেক ভালো মানের দিচ্ছি। ভালো ছবি, শব্দ ভালো, ওজন কম, ইন্টারনেট সুবিধা- একসঙ্গে সব পেতে এলইডি পছন্দ করছেন ক্রেতারা। একের ভেতর অনেক সুবিধা নিতে চান তারা।

এসব পণ্যে পিকচার টিউবে এক বছর ওয়ারেন্টি, অন্যান্য ক্ষেত্রে ৫ বছরের ওয়ারেন্টি রয়েছে। যেকোনো শো-রুমেই এ সুবিধা দেওয়া হয় বলে জানান বিক্রেতারা।

বেশি দামি পণ্যগুলো বসুন্ধরা সিটি, বাংলামোটর, সীমান্ত স্কয়ারের শো-রুমে পাওয়া যায় বলেও জানালেন তারা।

যেগুলোতে ফুল ব্রাউজিং সুবিধা পাওয়া যাবে- তরুণ প্রজন্ম সেগুলো বেশি পছন্দ করছে বলেও জানান এ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসকেএস/এএসআর

** বিক্রি বেড়েছে শাল, কম্বল, মোদি কোটির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।