ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাগড়াছড়িতে ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
খাগড়াছড়িতে ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখায় ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও মাঝারি ৯২ জন উদ্যোক্তার মধ্যে ঋণ হিসেবে এক কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সোনালী ব্যাংকের চট্টগ্রাম শাখার জেনারেল ম্যানেজার ওয়াশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দার ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।