ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিশুদের ভিড় গাজী টয় প্যাভিলিয়নে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শিশুদের ভিড় গাজী টয় প্যাভিলিয়নে ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্যমেলায় শিশুরা ভিড় জমাচ্ছে খেলনার দোকান গাজী টয় প্যাভিলিয়নে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মেলা ঘুরে দেখা যায়, ওই প্যাভিলিয়নে শিশুদের উপচেপড়া ভিড়।

মা-বাবার হাত টেনে নিয়ে প্যাভিলিয়নে প্রবেশ করে বিভিন্ন রাইডে চেপে বসছে শিশুরা।

গাজী খেলনায় একশো থেকে ৭শ ৫০ টাকার বিশেষ মূল্য ছাড় দেওয়া হচ্ছে মেলায়। প্যাভিলিয়নে ১৮ ধরনের খেলনা রয়েছে। দাম সর্বনিম্ন ৬৫০ টাকা থেকে চার হাজার তিনশো টাকা।

রকিং হরস, বড়-ছোট স্লিপার, রকিং জিরাফ, রকিং এলিফ্যান্ট, ছপিং সাইটেট, রেসিং সাইকেলসহ আকর্ষণীয় সব খেলনার সমাহার এ প্যাভিলিয়নে।

গাজী খেলনার মূল্যছাড় শুধু বাণিজ্যমেলায়। ছাড় দিয়ে রকিং হরস বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়, বড় স্লিপার চার হাজার তিনশো, রকিং জিরাফ ও রকিং এলিফ্যান্ট এক হাজার ৫শ টাকা, রেসিং সাইকেল এক হাজার ৫শ টাকা।

দেশীয় এ সব খেলনার প্রসার বাড়ানোর জন্য বাণিজ্যমেলায় নিয়ে আসা হয়েছে জানান গাজী গ্রুপের এক্সিকিউটিভ মার্কেটিং (খেলনা) দেওয়ান আল-আমিন।

তিনি বলেন, শিশুদের পণ্য হওয়ায় বিক্রি ভালো হচ্ছে। বিদেশি পণ্যের চেয়ে মান ভালো হওয়ায় বিক্রিও ভাল।

গাজী খেলনা দ্রুত নষ্ট ও ভেঙে যায় না- এ বিষয়ে আমাদের সুনাম রয়েছে অনেক আগে থেকেই। যোগ করেন আল-আমিন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এফবি/এএ

** সিআরটির দামে ওয়ালটনের এলইডি টিভি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।