ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্যামসাং এর ‘স্মার্ট হোম অফার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
স্যামসাং এর  ‘স্মার্ট হোম অফার’

ঢাকা: গ্রাহকদের সুবিধার্থে ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং নিয়ে এসেছে স্মার্ট হোম অফার।

এই অফারে স্যামসাংয়ের ১৫টি মডেলের টিভিতে গ্রাহকরা পাবেন সর্বনিন্ম ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।



এছাড়াও গ্রাহকরা পাবেন স্যামসাং ৪০এইচ৫১০০, ৪০এইচ৫৫০০, ৩২জে৬৩০০ ও ৪০জে৬৩০০ মডেলের  টিভিতে স্যামসাং গ্যালাক্সি জে১ এইস হ্যান্ডসেট এবং স্যামসাং ৪০এইচ৬৪০০ ও ৪৮এইচ৬৪০০ মডেলের  টিভিতে স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অফারটি ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গ্রাহকরা এই সময়ের মধ্যে অফারটি উপভোগ করতে পারবেন।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ’র হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, আমরা আমাদের গ্রাহকদের জন্য ‘স্মার্ট হোম’ অফারটি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। গ্রাহকদেরকে বিশ্বের সর্বাধিক বিক্রিত টিভি ব্র্যান্ড স্যামসাংয়ের নতুন টেলিভিশন ব্যবহারের সুযোগ করে দিতে আমরা স্যামসাংয়ের বিভিন্ন মডেলের টিভিতে দিচ্ছি নগদ মূল্যছাড় ও ফ্রি গ্যালাক্সি হ্যান্ডসেট।

আগ্রহি ক্রেতাদের বিস্তারিত জানার জন্য ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।