ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নবাবগঞ্জে এনসিসি ব্যাংকের গ্রাহক সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
নবাবগঞ্জে এনসিসি ব্যাংকের গ্রাহক সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ(ঢাকা): এনসিসি ব্যাংকের ঢাকার নবাবগঞ্জ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ জানুয়ারি) উপজেলা সদর চৌধুরী কমপ্লেক্সে ব্যাংকের শাখায় এ সমাবেশের আয়োজন করা হয়।



শাখা ব্যবস্থাপক এ জেড এম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ।

সেখানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ জেড এম ছালেহ্, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মাসুম, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু, দোহার নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, সাবেক শাখা ব্যবস্থাপক মো. বশির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, ইন্স্যুরেন্স কর্মকর্তা মো. আখতার হোসেন, বজলুর রশিদ ও শিক্ষক বিলকিস চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।