ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ার শেরপুরে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বগুড়ার শেরপুরে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় তিন শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের উলিপুর পাড়ায় প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।


 
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের বগুড়া শাখা ব্যবস্থাপক আতিকুর রশিদ, শেরপুর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, ব্যাংকের কর্মকর্তা হাসানুর রশিদ, আব্দুল্লাহ, টিএম আব্দুল্লাহ আল মামুন কিরণ, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম, নারী কাউন্সিলর লায়লা আঞ্জুমান আরা, সাবেক কাউন্সিলর আব্দুল বারী, রবিন মোহাম্মদ রব্বানী, গোলাম মোস্তফা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।