ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এয়ারটেল গ্রাহকদের পেনিনসুলা হোটেলে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এয়ারটেল গ্রাহকদের পেনিনসুলা হোটেলে বিশেষ ছাড়

ঢাকা: এয়ারটেল ফেভারিটস ও এয়ারটেল কর্মকর্তাদের জন্য চট্টগ্রামের দ্যা পেনিনসুলা হোটেলে আকর্ষণীয় ছাড় দেবে মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

এয়ারটেল ও দ্যা পেনিনসুলা হোটেলের মধ্যে রাজধানীর বনানীর তাজওয়ার সেন্টারে এ সংক্রান্ত একটি করপোরেট চুক্তি সই হয়েছে বলে শনিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



চুক্তি অনুযায়ী, বন্দরনগরী চট্টগ্রামের বিখ্যাত জিইসি সার্কেলে অবস্থিত হোটেলটিতে এয়ারটেল ফেভারিটস ও এয়ারটেল কর্মকর্তারা আকর্ষণীয় ছাড় পাবেন।

নগরীর সুন্দর ও সুবিধাজনক স্থানে অবস্থিত হোটেলটি পাশ্চাত্য আভিজাত্য এবং চট্টগ্রামের আতিথেয়তার সংমিশ্রণে সর্বোত্তম সেবা দিচ্ছে। কনফারেন্স, মিটিং ও করপোরেট ইভেন্টের জন্য দ্যা পেনিনসুলা চট্টগ্রামে আছে আকর্ষণীয় পরিবেশ।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মারিয়া হক, হেড-এইচ আর অপারেশন আসিফ আহমেদ ও ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মোসাদ্দেক হোসেন খান, দ্যা পেনিনসুলা চট্টগ্রামের এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং মাহবুব হোসেন, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড রিজার্ভেশন মনজুর হোসাইন ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ইমরান হুমায়ুন খান চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।