ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আহরণে নতুন কদম ‘এসজিএমপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
রাজস্ব আহরণে নতুন কদম ‘এসজিএমপি’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজস্ব আহরণ ও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এসজিএমপি প্রকল্প নতুন কদম যোগ করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ‘ডিজিটাল কর ব্যবস্থাপনার লক্ষে মাঠ পর্যায়ের কর অফিস সমূহে কম্পিউটার সামগ্রী প্রদান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানের সারাদেশ থেকে আসা কর কমিশনাররা অংশ নেন। আয়কর বিভাগের স্ট্রেনদেনিং গভর্মেন্স ম্যানেজমেন্ট প্রোজেক্ট (এসজিএমপি) প্রকল্পের আওতায় সারাদেশের ৬৪৯টি কর সার্কেলে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় সরকার উন্নয়নের কাজ করছে। এর অংশ হিসাবে এনবিআরও রাজস্ব আদায় কার্যক্রম ডিজিটাল করার জন্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের মেধা আর শক্তি দিয়ে দেশ ও দেশের রাজস্ব আদায় ব্যবস্থা সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সকলের আরো সহযোগিতা প্রয়োজন। সরকার শুধু উন্নয়নে কাজ করছে না। উন্নয়নের সঙ্গে জাতীয় মেধার বিকাশেও কাজ করছে সরকার।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, দেশের সব কর সার্কেল একটি সার্ভারে আসবে। এর মাধ্যমে এনবিআরকে ক্রমান্বয়ে ডিজিটাল করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। ভ্যাট ও কাস্টমস এর ডিজিটালাইজেশন এর আগেই শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আয়কর বিভাগে এ প্রকল্প চালুর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড করদাতাবান্ধব, জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে।

প্রকল্প পরিচালক ও এনবিআর সদস্য কালিপদ হাওলাদার বলেন, আয়কর বিভাগকে অযৌক্তিক অভিযোগ থেকে রেহাই দিতে এ প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে আয়কর বিভাগ সিঙ্গেল উইন্ডোজ, পেপারলেস হবে। যেকোন করদাতা দেশ ও দেশের বাইরে থেকে বসে সব করসেবা পাবেন।

মার্চ থেকে পাইলট প্রকল্প শুরু হবে, জুলাই থেকে প্রকল্পের কাজ পুরোপুরি শুরু হয়ে যাবে। ডিজিটাল এনবিআর গঠনে প্রকল্পটি ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান এর হাতে কম্পিউটার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরইউ/আরআই

** জুলাই থেকে ঘরে বসেই কর দিতে পারবেন করদাতারা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।