ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওবায়দুল কাদেরের সাথে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ওবায়দুল কাদেরের সাথে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ ওবায়দুল কাদের / ফাইল ফটো

ঢাকা: তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (০৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে তার সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলটি আশুলিয়া, জিরাবো ও বাইপাইল এলাকায় পোশাক শিল্পে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিরাজমান কিছু সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।



আশুলিয়া সেতু থেকে বাইপাইল পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ থাকায় সড়কের দু’পাশে অবস্থিত ছোট বড় ৭শ’ শিল্প প্রতিষ্ঠান, ৮ লাখ শ্রমিক এবং এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে এ সময় মন্ত্রীকে অবহিত করেন সিদ্দিকুর রহমান।

শিল্প কারখানা ও লোক সংখ্যার কথা বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব এ সড়কটি কার্পেটিং করার জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

মন্ত্রী জানান, এ সড়ক মেরামতের জন্য বাজেট অনুমোদন ও বরাদ্দ হয়ে গেছে। দ্রুত এর মেরামতের কাজ শুরু হবে। পাশাপাশি এই এলাকার গুরুত্বের কথা ভেবে সরকার এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে যাচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এ কার্যক্রমের আওতায় প্রাথমিক জরিপকাজ ও আনুষঙ্গিক কার্যাবলী সম্পাদন করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ী বিসিক এলাকা হয়ে ৪ লেন সড়ক নির্মাণের সময় রাস্তার দু’পাশে অবস্থিত পোশাক কারখানাগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখার জন্যও মন্ত্রীকে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।