ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন ঠিকানায় আল-আরাফাহ ব্যাংকের হালিশহর শাখা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
নতুন ঠিকানায় আল-আরাফাহ ব্যাংকের হালিশহর শাখা

ঢাকা: চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হালিশহর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) নতুন ঠিকানায় শাখাটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট খলিলুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক আহামেদুল হক এবং ড. শফিউল হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ মুজিবুল কাদের। এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. লোকমান হাকিম, ব্যবসায়ী মোহাম্মদ নসরুল্লাহ খান রাশেদ, অধ্যাপক মো. আসলাম হোসেন, মোর্শেদ আক্তার চৌধুরী এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।