ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
দেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন

রাঙামাটি: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, গত ৭ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, কারো অবজ্ঞা করার মতো নয়।



সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের শতবর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম সামিট’ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

নাছির বলেন, ২০১৬ সালকে সরকার পর্যটনবর্ষ ঘোষণা  করেছে। আমরা যদি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারি তাহলে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনে তা সহায়ক ভূমিকা পালন করবে।


শতবর্ষপূর্তি কমিটির আহ্বায়ক সংসদ সদস্য এম এ লতিফের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।